সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফরে এসে সিএডিসির সাতভাইয়া ফার্ম হাউস পরিদর্শন করলেন পঞ্চায়েত ও জনস্বার্থ কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় (Minister Pulak Roy)। দফতরের কাজে উত্তরবঙ্গে এসেছিলেন। আলিপুরদুয়ারে কয়েকদিন কাজ করে কলকাতা ফেরার আগে পঞ্চায়েত দপ্তরের অধীনে সিএডিসি সাতভাইয়া ফার্ম হাউসে খানিকটা সময় কাটালেন পুলক(Minister Pulak Roy)। বিশ্ব পরিবেশ দিবসের আগে শিলিগুড়িতে সিএডিসির সাতভাইয়া ফার্ম হাউসে বৃক্ষরোপণও করলেন। ছিলেন অলক চক্রবর্তী ও মুস্তাক হোসেন প্রমুখ। পুলক প্রথমে সাতভাইয়া ফার্ম হাউসে আসেন। ঘুরে দেখেন। বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে সেখানে বৃক্ষরোপণ করেন। এখানে বিভিন্ন ফল, সবজি, মাছের চাষ হয়ে থাকে। এ-ছাড়াও সিএডিসির উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করে তোলে। ফার্ম হাউসে কী কী কাজ হয়, তা জেনে নেন মন্ত্রী। গত আর্থ বর্ষে প্রায় ২১ লক্ষ টাকা আয় করেছে সিএডিসি, জেনে খুশি হয়েছেন। কাজের প্রশংসা করে পুলক বলেন, ‘বহু জায়গায় সিএডিসি কাজ করছে। কিন্তু সাতভাইয়া ফার্ম হাউস অন্যগুলোর থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে।’
আরও পড়ুন: পরপর খুন, ভয়াবহ পরিস্থিতি উপত্যকায়