প্রতিবেদন : উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মতোই রাজস্থানের (Rajasthan) রাজ্যসভা নির্বাচনেও কার্যত বিজেপির হয়ে কাজ করছেন মায়াবতী (Mayawati)। ১০ জুন রাজস্থানে রাজ্যসভার নির্বাচন। বিজেপির দল ভাঙানোর ছক বানচাল করতে আগেভাগে দলীয় বিধায়কদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে কংগ্রেস। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে পৌঁছননি ৬ বিধায়ক। যার মধ্যে একজন মন্ত্রীও আছেন। এই ঘটনার পিছনে ‘মায়ার খেলা’ দেখছে রাজনৈতিক মহল৷ যে ছয় বিধায়ক এখনও কংগ্রেসের নিরাপদ আস্তানায় যাননি তাঁরা সকলেই গত বিধানসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির টিকিটে ভোটে জিতেছিলেন। পরে তাঁরা কংগ্রেসে যোগ দেন। কিন্তু এই বিধায়কদের দলবদল সংক্রান্ত মামলার নিষ্পত্তি এখনও হয়নি। সেই সুযোগটাকেই মায়াবতীর মাধ্যমে কাজে লাগাচ্ছে বিজেপি। বিএসপি নেত্রীকে পরোক্ষভাবে ব্যবহার করেই কংগ্রেসকে ধাক্কা দিতে নেমেছে গেরুয়া দল৷ মায়াবতীও (Mayawati) তাদের হাতের পুতুল৷
আরও পড়ুন: হিমন্তের বিরুদ্ধে