প্রতিবেদন : এশিয়ান কাপের মূলপর্বে ওঠার চ্যালেঞ্জ নিয়ে ৮ জুন থেকে কলকাতায় যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। যুবভারতীতে কম্বোডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান (১১ জুন) এবং হংকং (১৪ জুন)। সূত্রের খবর, রাত সাড়ে আটটায় ম্যাচ হলেও তিনটি ম্যাচের জন্য ৫০ হাজার টিকিট ছাপানো হয়েছে। পুলিশের অনুমতিও মিলেছে। অনলাইন এবং অফলাইনে বিনামূল্যের টিকিট মিলবে সমর্থকদের। এদিন অনলাইনে ছাড়ার ১০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। প্রথমে রাজ্য সরকার ১২ হাজার টিকিট বিক্রির অনুমতি দিলেও পরে সিদ্ধান্ত বদলানো হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Sports Minister Aroop Biswas) বললেন, ‘‘আমরা স্টেডিয়াম ফুল হাউসের অনুমতি দিয়েছি। সরকার কম টিকিট ইস্যু করতে বলেছে, এই খবর ঠিক নয়।’’এশিয়ান কাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে নামার আগে ভক্তদের যুবভারতী ভরানোর ডাক দিলেন অধিনায়ক সুনীল (Sunil Chhetri)। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘সমর্থকরাই আমাদের শক্তি, অনুপ্রেরণা। আপনারা দল বেঁধে মাঠে আসুন, তিনটি ম্যাচে আমাদের সমর্থন করুন। শেষবার জাতীয় দলের হয়ে যখন যুবভারতীতে খেলেছি, ৫০ হাজার দর্শক আমাদের সমর্থন করেছেন। কিন্তু আমরা তার প্রতিদান দিতে পারিনি। বাংলাদেশের বিরুদ্ধে আমরা ম্যাচটা জিততে পারিনি। এবার আমরা সবাই মিলে চেষ্টা করব সমর্থকদের খুশি করতে।’’
আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে দলকে পরখ করলেন কিবু
সুনীল আরও বলেন, ‘‘ঘরের মাঠে খেলার সুবিধা আমরা পাব, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কলকাতা কখনও ব্যর্থ হতে দেবে না। আমরা তৈরি। তবে বাকি তিনটি দলেরও সুযোগ থাকবে। আমাদের দলের মেজাজ ভাল রয়েছে। সবাই ক্ষুধার্ত। সেরাটা দেওয়ার জন্য দল তৈরি।’’