প্রতিবেদন : আবারও কি টলিউডে থিম হাইজ্যাক হল? বামপন্থী অনীক দত্তের ছবি ‘অপরাজিত’কে কেন্দ্র করে এই অভিযোগ উঠছে। অনীক দত্ত ও তাঁর টিম থিম হাইজ্যাক করেছেন কি না তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এ বিষয়ে তিনি এদিন ট্যুইট করেও তদন্তের দাবি জানিয়েছেন। ভবানী ভবনে কর্মরত পুলিশকর্মী ডি সাধু ও তাঁর সহকর্মীরা ২০১২ সালে মেকিং অফ পথের পাঁচালী বা পথের পাঁচালী কীভাবে তৈরি হয়েছিল এই সংক্রান্ত বিষয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন।
আরও পড়ুন-বিজেপিতে আদি-নব্যের লড়াই অব্যাহত, কর্মীই নেই, কাদের নিয়ে সম্মেলন করবেন নাড্ডা
যা ওই বছরই ইমপায় স্টোরিবোর্ড-সহ নথিভুক্ত করা হয়। শুটিং চলছিলই, কিন্তু বদলির কারণে পুলিশকর্মীরা যে যার মতো রাজ্যের এদিক-ওদিক ছিটকে যান। পরবর্তী সময়ে যখন আবারও সকলে একসঙ্গে হয়ে ছবিটি করতে যান তখন আচমকাই কোভিডের কারণে লকডাউন হয়ে যায়। সমস্যায় পড়েন প্রোডিউসার। আটকে যায় ছবির কাজ। এরইমধ্যে খোঁজ শুরু হয় অন্য প্রোডিউসারের। ছবির স্টোরিবোর্ড নিয়ে যাওয়া হয় কয়েকজনের কাছে। আশানুরূপ ফল মেলেনি। এবার দেখা যায় একই বিষয় নিয়ে অনীক দত্তরা অপরাজিত তৈরি করলেন এবং ছবি রিলিজও করল। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি অনীক দত্তের মৌলিক ভাবনা নাকি অন্যের ভাবনা থেকে নিয়ে সেই ছবি তৈরি করেছেন তিনি?
আরও পড়ুন-রাজ্যপালের মন্তব্য দুর্ভাগ্যজনক : মেয়র
তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইটে লিখেছেন, অপরাজিত ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২ তে নথিভুক্ত পথের পাঁচালী ছবিটির শ্যুটিং চলছে। নানা কারণে দেরি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের ছবির কাজ চলছে, সেই ছবিটি মুক্তি পাবে। টলিউড থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।