নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দিল্লিবাসীর জন্য দুঃসংবাদ। ২০২৩-এর প্রথম দিন থেকেই সমগ্র দিল্লি-এনসিআর অঞ্চলে বন্ধ হয়ে যাচ্ছে কয়লার (Delhi- Coal) ব্যবহার। পরের বছর ১ জানুয়ারি শিল্প, গার্হস্থ্য এবং অন্যান্য প্রয়োজনের জন্য ব্যবহৃত কয়লা নিষিদ্ধ করা হবে বলে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর নির্দেশে জানানো হয়েছে। প্যানেলের নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লির বায়ুদূষণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত। দিল্লির বায়ুদূষণ নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে বিভিন্ন পর্যায়ের আলোচনা- পর্যালোচনা। সম্প্রতি কয়েক মাস ধরে দিল্লির বায়ুর যে গুণগতমান তা ক্রমশ খারাপ জায়গায় যায়৷ ফলে পরিবেশবিদ থেকে শুরু করে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ শুরু করে। এনসিআর এবং দিল্লি সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে ধীরে ধীরে কয়লার ব্যবহার কমিয়ে ফেলার জন্য। যে সমস্ত জায়গায় পাইপ দ্বারা গ্যাস সরবরাহের ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গায় এবং যেখানে নেই সেখানেও সেই ব্যবস্থা চালু করে কয়লার (Delhi- Coal) ব্যবহারে সম্পূর্ণরূপে রাশ টানতে হবে ১ অক্টোবর থেকে।
আরও পড়ুন: আট বছরে অষ্টরম্ভা
প্রসঙ্গত, এপ্রিল মাসে ভারত গুরুতর কয়লা সংকটের মুখোমুখি হয়েছিল। দেশের বিদ্যুৎ ব্যবহারের ৭০ শতাংশের বেশি আসে কয়লা থেকেই। মে মাসে রাজধানী দিল্লি সর্বোচ্চ ৬,৭৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার মুখোমুখি হয়েছিল। আর এপ্রিলে গোটা দেশে ২০১.০৬ গিগাওয়াট বিদ্যুতের চাহিদা রেকর্ড করা হয়েছিল। কয়লার মতো ভারী দূষণকারী জ্বালানি থেকে নির্গত ধোঁয়া বায়ুর গুণমান অবনতির একটি অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এনসিআর-এর শিল্পক্ষেত্রে জ্বালানির জন্যে প্রায় ১.৭ মিলিয়ন টন কয়লা বার্ষিক খরচ হয়, যার মধ্যে প্রায় ১.৪ মিলিয়ন টন এনসিআরের ছয়টি প্রধান জেলায় শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিষেধাজ্ঞার মধ্যে শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত কম সালফার যুক্ত কয়লাকে ছাড় দেওয়া হয়েছে।