অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের ভয়ঙ্কর ঝঞ্ঝার মুখে পড়ল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরগামী যাত্রী বিমান । বৃহস্পতিবার নতুন দিল্লির পালাম বিমানবন্দর থেকে শতাধিক যাত্রী নিয়ে দুর্গাপুরে আসছিল ওই বিমানটি। মাঝ আকাশে হঠাৎই বিমানটি এয়ার টার্বুল্যান্সের মুখে পড়ে।
আরও পড়ুন-বিজেপির ফতোয়া উড়িয়ে নিজেকেই বিয়ে
ঝঞ্ঝা-বিক্ষুব্ধ বিমানটি মোচার খোলের মতো দোল খেতে থাকে। লাগেজ রাখার বাঙ্ক থেকে বেশ কয়েকটি লাগেজ ছিটকে পড়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বারবার মাঝ আকাশে একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটতে থাকায় যাত্রীদের অনেকেই তুমুল হট্টগোল শুরু করে দেন। বিমানটি অবশ্য শেষ পর্যন্ত অন্ডাল বিমানবন্দরে অবতরণ করা সম্ভব হয়নি। তড়িঘড়ি বিমানটিকে দমদম বিমানবন্দরে অবতরণ করার ব্যবস্থা করেন বিমান চালক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার আশ্বাস দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন-মাস্ক বাধ্যতামূলক
গত ১ মে মুম্বই থেকে ১৮০ জন যাত্রী নিয়ে অন্ডাল বিমানবন্দরে আসছিল স্পাইস জেট সংস্থার একটি বিমান। ওই বিমানটিও মাঝ আকাশে প্রবল ঝঞ্ঝার মুখে পড়ে। যদিও শেষ পর্যন্ত বড় ধরনের কোনও বিপদ ঘটার আগেই বিমানচালক অত্যন্ত তৎপরতার সঙ্গে বিমানটিকে কোনওরকমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে সমর্থ হন। ওই বিমান বিপর্যয়ে ১৮০ জন যাত্রীর জীবনহানির আশঙ্কা ছিল। এদিনের বিপর্যয় সম্পর্কে বিশদ তথ্য এখনও পাওয়া যায়নি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে বিমানযাত্রীদের সকলেই সুস্থ আছেন।