শুক্রবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাদল অধিবেশন (Assembly Monsoon Session)। যদিও রীতি অনুযায়ী শোকপ্রস্তাব পাঠের পরই এদিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়। নজিরবিহীন ভাবে শুক্রবার এই পর্বে অংশ নেয়নি বিজেপি। তারা বিধানসভায় থাকলেও অধিবেশনকক্ষে ঢোকেনি।
এদিন শোকপ্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে কলকাতায় গান গাইতে এসে অসুস্থ হয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে-র নাম। বৃহস্পতিবার এদিন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সর্বদল বৈঠক ডেকেছিলেন। সেখানেও বিরোধী দল গড়হাজির ছিল। এই অধিবেশনে পাঁচটি বিল আনবে রাজ্য সরকার। সম্ভাব্য তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, আচার্য বিল, ভিজিটর বিল। একইসঙ্গে কৃষি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল আসছে এবারের বিধানসভা অধিবেশনে।
আরও পড়ুন: বিধানসভায় দলের বিধায়কদের ১০০ শতাংশ উপস্থিতিতে জোর তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে
আগামী ১৩ জুন বিধানসভায় (Assembly Monsoon Session) আলোচনা হবে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। এই বিলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে আনা হবে। ১৪ জুন বিধানসভায় আলোচনা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। এই সংশোধনী বিলে রাজ্যের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে পরিদর্শক হিসেবে আনা হচ্ছে।আগামী ১৭ জুন পর্যন্ত বিধানসভার নানা কার্যবিবরণী রয়েছে। তবে তার আগে ১৬ জুন আবারও বিধানসভার বিএ কমিটির বৈঠকে পরবর্তী কার্যবিবরণী তৈরী হবে।