সংবাদদাতা, দিঘা : বাল্যবিবাহ রোধে স্কুলে স্কুলে হবে কর্মশালা। বাড়ানো হবে অভিভাবকদের সচেতনতা। এমনই বার্তা দিয়ে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে নিউ দিঘায় ‘দিঘাশ্রী’ কনভেনশন সেন্টারে পালিত হল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুর জেলা বাল্যবিবাহের সূচক এখনও উদ্বেগজনক। সে কারণেই শিশু অধিকার দিবস পালনের জন্য এই জেলাকে বেছে নেয় আয়োগ। কলকাতা থেকে ভার্চুয়ালি যোগদান করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
আরও পড়ুন-রেণু-কাণ্ডে গ্রেফতার আরও ১
শিশুসুরক্ষা নিয়ে সক্রিয় লড়াইয়ের জন্য মৌসুমি বিশ্বাস ও অস্মিতা কাপুরকে সংবর্ধিত করা হয়। প্রকাশিত হয় সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখা লোপামুদ্রা মিত্রের গাওয়া গান। শিশুদের দেওয়া হয় চারাগাছ। গবেষণা রিপোর্ট বলছে, পারিবারিক চাপ, বাবা-মায়ের বকাবকি ইত্যাদি কারণেই বাড়ি ছেড়ে মেয়েরা পালিয়ে যাচ্ছে অন্যের সঙ্গে। তেমনই দারিদ্র্য, স্কুল বন্ধের মতো কারণে মেয়েদের বাল্যবিবাহ হচ্ছে। এটা রোধ করতে না পারলে দেশের উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব পড়বে। শিশু আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, ‘আমরা সমীক্ষায় পেয়েছি পূব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ রোধে স্কুলে স্কুলে প্রচুর কর্মশালা করা হবে। অভিভাবকদেরও বোঝাতে হবে। পকসো, সাইবার ক্রাইম, শিশুশ্রম রোধে সচেতন করা-সহ একাধিক সুপারিশ রয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে ছিলেন সৌভিক চট্টোপাধ্যায়, মানব সিংলা, সুরজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র রায় প্রমুখ।