এ-বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭,২০,৮৬২ পরীক্ষার্থী। ৬,৩৬,৮৭৫ জন পাশ করেছেন। পাশের হার ৮৮.৪৪%, মেধাতালিকার প্রথম দশে ২৭২।
প্রথম : অধীশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮।
দিনহাটা সোনিদেবী জৈন স্কুল, কোচবিহার।
দ্বিতীয় : সায়নদীপ সামন্ত, প্রাপ্ত নম্বর: ৪৯৭।
জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন,
পশ্চিম মেদিনীপুর।
তৃতীয় : ৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯৬।
রোহিন সেন, পাঠভবন, কলকাতা।
সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল।
অভীক দাস, কাশীরাম দাস ইন্সটিটিউট, কাটোয়া
পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর।
চতুর্থ : ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫।
সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা,
আরও পড়ুন-অভিনয় নয়, নাচ ছিল পদ্মিনীর প্রথম প্রেম
জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর। অর্পিতা মণ্ডল, পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া। অনুষ্কা ভট্টাচার্য, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। তিত্রি বন্দ্যোপাধ্যায়, আরামবাগ গার্লস হাইস্কুল, হুগলি। আনন্দরূপা বন্দোপাধ্যায়, রহিমপুর নবগ্রাম হাইস্কুল, হুগলি। নীতীশকুমার হালদার, হুগলি ব্রাঞ্চ স্কুল।
পঞ্চম : ১১ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪
চন্দ্র মণ্ডল, হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন, হুগলি। দেবাঙ্ক সাহা, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, উত্তর ২৪ পরগনা। সায়ন্তিকা ভুঁইয়া, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। সানা দাস, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। কোয়েল চক্রবর্তী, ওন্দা হাইস্কুল, বাঁকুড়া। দিৎসা সূত্রধর, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। সোমনাথ পাল, বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন। প্রভাত দত্ত, সোনামুখী বি জে হাইস্কুল, বাঁকুড়া। কে এইচ মুসাইত নওয়াজ, দক্ষিণডিহি হাইস্কুল, হুগলি। অদিতি সাহানা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। বিষ্ণু পাত্র, পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া।
আরও পড়ুন-প্রতিবন্ধীদের পাশে তৃণমূল কংগ্রেস
ষষ্ঠ : ৩২ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩।
সপ্তম : ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২।
অষ্টম : ৫৫ জন, প্রাপ্ত নম্বর ৪৯১।
নবম : ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০।
দশম : ৬৯ জন। প্রাপ্ত নম্বর: ৪৮৯।