১৪ মার্চ মঙ্গলবার— বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি।
১৬ মার্চ বৃহস্পতিবার— ইংলিশ, বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
১৭ মার্চ শুক্রবার— হেলথকেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, পাম্বলিং, কনস্ট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট।
১৮ মার্চ শনিবার— বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।
২০ মার্চ সোমবার— গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনমি, ইতিহাস।
আরও পড়ুন-একনজরে মেধাতালিকা
২১ মার্চ মঙ্গলবার— কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
২২ মার্চ বুধবার— কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি।
২৩ মার্চ বৃহস্পতিবার— পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি।
২৪ মার্চ শুক্রবার— অর্থনীতি।
২৫ মার্চ শনিবার— রসায়নবিদ্যা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ।
২৭ মার্চ সোমবার— স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।