অনুপম সাহা কোচবিহার: কলকাতাকে হারাল কোচবিহার। রাজ্যের সব জেলাকে পিছনে ফেলে প্রান্তিক জেলা কোচবিহারের দিনহাটা মহকুমার অধীশা দেবশর্মা এ-বছর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল। অধীশা দেবশর্মার প্রাপ্ত নম্বর ৪৯৮। মায়ের শারীরিক অসুস্থতা। এর মধ্যেও মায়ের উৎসাহ। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছে উচ্চমাধ্যমিকের প্রথম অধীশা। দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অধীশা পড়াশুনার পাশাপাশি নাচ, আবৃত্তি, গান শুনতে ও ছবি আঁকতে ভালবাসে।
আরও পড়ুন-২০২৩-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন
বাবা তপন দেবশর্মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা ইন্দিরা দেবশর্মা স্বাস্থ্য দফতরে কর্মরত। স্কুলের পাশাপাশি অধীশা ৯ জন গৃহশিক্ষক ছিল। এদিন অধীশা বলেন, স্কুলের শিক্ষক এবং শিক্ষকদের পাঠদান এবং আমার বাবা-মায়ের পরিশ্রম ও তাদের অনুপ্রেরণা আমার সাফল্যের মূল কারিগর। আমার প্রিয় বিষয় অঙ্ক। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। ছোট থেকেই ইচ্ছে সৎপথে রোজগার করব। যতটুকু রোজগার করব তা দিয়ে পথশিশুদের প্রতিভা বিকাশে সাহায্য করব। তাদের মধ্যে নিয়ে আসব শিক্ষার আলো। কারণ এদের মধ্যে অনেক প্রতিভা থাকলেও বিকাশ হয় না। আমার লক্ষ্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া।