প্রতিবেদন : ফের অশনি সংকেত দেখা যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। পাক সেনাবাহিনীর জেনারেলের পদ থেকে সরানো হতে পারে কমর জাভেদ বাজওয়াকে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন পাক সেনার উচ্চপদস্থ আধিকারিকরাই। জেনারেল অপসারণের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে পাক রাজনীতিতে তুমুল জলঘোলা শুরু হয়েছে। বিতর্কে ইন্ধন জুগিয়েছে জেনারেল বাজওয়ার সাম্প্রতিক কিছু কার্যকলাপ। তিনি মার্চের ১৫ তারিখের পর আজ পর্যন্ত একটিও কর্পস কমান্ডারস কনফারেন্স ডাকেননি।
আরও পড়ুন-ইউক্রেনের পক্ষে থাকায় শাস্তি রুশ বাহিনীর, তিন বিদেশি সেনাকে মৃত্যুদণ্ডের ঘোষণা
যদিও নিয়ম মোতাবেক, প্রতি মাসে এই কনফারেন্স করতে হয়। সেনার আধিকারিকদের ধারণা, কনফারেন্সে তাঁকে পদ থেকে সরানোর প্রস্তাব নেওয়া হতে পারে, এই আশঙ্কাতেই বৈঠক এড়িয়ে যাচ্ছেন বাজওয়া। এমন আশঙ্কার কারণও আছে, গত ৬ জুন সেনাবাহিনীর কয়েকজন প্রাক্তন কর্তাব্যক্তি সাংবাদিক বৈঠক করে বাজওয়ার পদত্যাগের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, ইমরান খানকে সরানোর পিছনে অনৈতিকভাবে প্রভাব খাটিয়েছেন জেনারেল বাজওয়া। পাকসেনায় বাজওয়া-যুগের অবসানের ইঙ্গিত মিলছে আরও একটি ঘটনায়। মাত্র একমাসের ব্যবধানে দু’টি ফরমেশন কমান্ডারস কনফারেন্স করেছেন। এই কনফারেন্স যুদ্ধ-পরিস্থিতি ছাড়া হওয়ার কথা বছরে একবার মাত্র। কেন বাজওয়ার এমন তাড়াহুড়ো? কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাক সেনার আধিকারিকরা বলছেন, স্বাধীনতার ৭৫ বছরে এমন ঘটনা ঘটেনি। জেনারেল আতঙ্কে ভুগছেন। তাই এসব কাণ্ড৷