সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ির ডেঙ্গু-আক্রান্ত বাগরাকোট এলাকা পরিদর্শন করলেন তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক এবং জেলা প্রশসন আধিকারিকরা। বেলা সাড়ে তিনটা নাগাদ তাঁরা বাগরাকোট এলাকায় শ্রমিক মহল্লার বিভিন্ন লাইনের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক শ্রমিকের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-বিভেদের রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করুন
তাঁদের সমস্যার কথাও শোনেন। আশার কথা, মাস দেড়েক আগে এই এলাকায় প্রায় ১০০ জনের কাছাকাছি ডেঙ্গু-আক্রান্ত ছিল, কিন্তু এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা মাত্র ছয়। প্রতিদিন ফগিংয়ের পাশাপাশি জমা জল পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন রক্ত পরীক্ষাও করা হচ্ছে। জেলা প্রশাসন প্রত্যেক বাড়িতে দুটো করে মশারি এবং একটি করে মাইক্রো নেট দিয়েছে। আশাকর্মীরা প্রতিদিন খোঁজ নিচ্ছেন অসুস্থ বা জ্বরে আক্রান্তরা কেমন আছেন।