সংবাদদাতা, শিলিগুড়ি : দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। দল-বিরোধী কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এমনই নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৩২ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি মহকুমা পরিষদ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কার করা হল ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আকতার আলি।
আরও পড়ুন-অবসরে স্বপ্নের বাড়ি রোনাল্ডোর
এই একই অভিযোগে মাটিগাড়া ব্লক-সহ বিভিন্ন জায়গা থেকে মোট ৩২ জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। ছিলেন, গৌতম দেব এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী। সভানেত্রী বলেন, ‘‘মহকুমা পরিষদ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও মহাকুমা পরিষদ দলীয় প্রতীকে যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের বিরুদ্ধে দলেরই কিছু কর্মী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন তাই রাজ্যনেতৃত্বর নির্দেশে তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে।’’
আরও পড়ুন-মেয়ে বলে বাদ পড়েছিলাম : মিতালি
তিনি জানান, ফাঁসিদেওয়া ১ থেকে মহম্মদ আকতার আলি, তাপসী দেবনাথ ও হরিমোহন রায়। ফাঁসিদেওয়া দুই এলাকা থেকে মুক্তার আলম-সহ আরও বেশ কয়েক জনকে বহিষ্কার করা হচ্ছে। মাটিগাড়া ব্লকের দুই এলাকার থেকে কৃষ্ণ সিং ও গগন শৈব-সহ বেশ কয়েক জনকে বহিষ্কার করা হচ্ছে। গৌতম দেব বলেন, ‘‘প্রার্থী-তালিকার বাইরে গিয়ে যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের তৃণমূল কংগ্রেসে রাখা হবে না এটা দলের নির্দেশ ।’’