বিরোধী নেতার মিথ্যাচার, আন্দোলনে নামছে তৃণমূল

বিজেপির মিথ্যাচারের রাজনীতি সমানে চলেছে। এবার বিরোধী দলনেতার মিথ্যাচারের প্রতিবাদে ময়দানে নামতে চলেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : বিজেপির মিথ্যাচারের রাজনীতি সমানে চলেছে। এবার বিরোধী দলনেতার মিথ্যাচারের প্রতিবাদে ময়দানে নামতে চলেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। শনিবার বলরামপুরে শুভেন্দু বলেছিলেন, পুরুলিয়ার কয়লামাফিয়ার ডায়েরিতে শান্তিরাম মাহাতো, সুজয় বন্দ্যোপাধ্যায় ও বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর নাম আছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সুজয় বলেন, ‘‘সিবিআই যে ডায়েরি কয়লামাফিয়ার কাছে পেয়েছে, সেটি কি শুভেন্দু অধিকারীর কাছে আছে? তাহলে তো বুঝতে হবে, সিবিআই বিজেপির কথায় চলে। আর তা যদি না হয়, তাহলে নিত্যনতুন নামের তালিকা তিনি কোথায় পাচ্ছেন, তা খোলসা করুন। পুরুলিয়ার মানুষকে মিথ্যা দিয়ে বিভ্রান্ত করা যাবে না।’’

আরও পড়ুন-রাজ্যে নয়, দিল্লি গিয়ে বলুন

সভাধিপতির যুক্তি, শনিবার বলরামপুরে বিজেপির সভায় ভিড় হয়নি। মিডিয়ার চোখ সেই ফ্লপ শো থেকে ঘোরাতেই তিনি মিথ্যাচার করেছেন। শুভেন্দুর পুরুলিয়ায় একশো দিনের কাজের টাকা লোপাট নিয়ে সুজয় বলেন, ন্যূনতম জ্ঞান না থাকলে মানুষ এমন কথা বলে। একশো দিনের কাজের টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে ঢোকে। তাহলে চুরি হবে কী করে! বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সাত মাস হল একশো দিনের কাজের প্রকল্পে টাকা দেয়নি রাজ্যকে। এই বঞ্চনার বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। তাতেই মিথ্যা প্রচারে নেমেছে ওরা।

Latest article