জয়বাংলা। সন্ধ্যা সরকার। আমরা থাকি, নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগরে। আমার দুই ছেলে। ওরা প্যান্ডেল শ্রমিকের কাজ করে। ওদেরও ছেলেমেয়ে রয়েছে। ফলে, নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। এই অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ায় বিনা চিকিৎসায় মরতে বসেছিলাম। এই অবস্থায় জানতে পারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য জয়বাংলা প্রকল্প নিয়ে এসেছেন। ৬০ বছরের বেশি বয়সী যে কোনও তফসিলি মহিলা এর আওতায় আসতে পারেন। আমি সমস্ত নথি জমা দিয়ে প্রকল্পের সুবিধা পাচ্ছি। এই টাকায় চিকিৎসা করাতে পারছি। সংসারেরও অনেক সুরাহা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই জয়বাংলা প্রকল্প চালু না হলে আমার মরা ছাড়া কোনও পথ ছিল না। দিদিকে তাই অন্তর থেকে ধন্যবাদ ও প্রণাম জানাই।