প্রতিবেদন : আসন্ন পুজোর মরশুমে বিদ্যুতের বাড়তি চাহিদার সঙ্গে যোগানের সঙ্গতি রাখতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার পুজোয় বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে কোল ইন্ডিয়া, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুজোর সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যত হতে পারে সেই হিসাবেই সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে রাজ্য ক্রমশ স্বনির্ভরতার দিকে এগোচ্ছে।
আরও পড়ুন : শিল্প সংক্রান্ত সব সমস্যার সমাধানের আশ্বাস পার্থ চট্টোপাধ্যায়ের
গত বছরের পুজোর সর্বোচ্চ চাহিদার তুলনায় প্রায় ১৭০০ মেগা ওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরবরাহ ব্যবস্থা তেও যাতে কোন ত্রুটি না থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পুজোর সময় বিদ্যুৎ বিভ্রাট আটকাতে সমস্ত মেরামতির কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। পুজোর সময় সিইএসসি এলাকায় ১৭০টি মোবাইল ভ্যান টহল দেবে। রাজ্য বিদ্যুৎ সরবরাহ নিগম এলাকায় থাকবে ২৩০০র বেশি মোবাইল ভ্যান। কোথাও বিদ্যুৎ বিভ্রাটের খবর পেলেই ওই ভ্যানে থাকা বিদ্যুৎ কর্মীরা দ্রুত মেরামতির ব্যবস্থা করবেন। পঞ্চমীর দিন থেকে বিদ্যুৎ দপ্তর ২৪ ঘণ্টার বিশেষ হেল্প লাইন ও চালু করবে। অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ সচিব পিবি সেলিম জানিয়েছেন, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের হাতে থাকা ৬টি কয়লা খনির পাঁচটি থেকেই কয়লা উত্তোলন শুরু হয়েছে।