সংবাদদাতা, কাটোয়া : মঙ্গলকোটের (Mangalkot) খেড়ুয়া গ্রাম লাগোয়া অজয় নদ থেকে উদ্ধার হয় বিরল বিষ্ণু ও সূর্যমূর্তি। পালযুগের বিষ্ণুমূর্তি আর সেনযুগের সূর্যমূর্তির ঠিকঠাক সংরক্ষণের জন্য গ্রামবাসীরা কিছুদিন আগে মঙ্গলকোট (Mangalkot) থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ও প্রশাসন যৌথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেই মূর্তিগুলি নিতে মঙ্গলকোট আসেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের সহকারী ডিরেক্টর রানা দেবদাসের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল। তাঁদের হাতে মূর্তি দুটি তুলে দেন মঙ্গলকোটের বিডিও জগদীশ বারুই। এই মূর্তিগুলি এর পর ঠাঁই পাবে রাজ্য পুরাতত্ত্ব বিভাগের সংগ্রহশালায়।
আরও পড়ুন: সিদ্ধান্ত নেবার সঠিক সময় এটাই