আজ নতুন নয়, নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour ) মানুষের পাশে থাকেন, যেকোন প্রয়োজনে সাহায্য়ের হাত বাড়িয়ে দেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। করোনা হোক বা আমফান, ইয়াস- ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সাহায্যে পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা (Corona) নিয়ন্ত্রণে লোকসভা কেন্দ্রে তাঁর পদক্ষেপ রীতিমতো মডেল হয়ে ওঠে। লকডাউনের সময় রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন পিছিয়েপড়া স্থানীয় বাসিন্দাদের দরজায়।
আরও পড়ুন-গাধায় উন্নতি
এবার সাধারণ মানুষের আরো কাছে পৌঁছতে এক অভিনব কর্মসূচি গ্রহণ করছেন তিনি। ‘এক ডাকে অভিষেক’- এই প্রকল্পে চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর (Helpline Number)। হেল্পলাইন নম্বরটি হল : 7887778877। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য নতুন জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে। ‘এক ডাকে অভিষেক’-এ যে হেল্পলাইন নম্বর দেওয়া হচ্ছে, তার মাধ্যমে সরাসরি সাংসদকে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন স্থানীয়রা।
আরও পড়ুন-ভারত-মার্কিন চেষ্টা জলে গেল
আট বছরের সাংসদ হিসেবে নিজের কাজের খতিয়ান ডায়মন্ড হারবারের মানুষের কাছে তুলে ধরতে শনিবারই হচ্ছে নিঃশব্দ বিপ্লব। এর পাশাপাশি, ডায়মন্ড হারবার মানুষের সমস্যার দ্রুত সমাধানে ‘এক ডাকে অভিষেক’ চালু হল বলে মনে করা হচ্ছে। তৃণমূল সাংসদের এই উদ্যোগে আপ্লুত স্থানীয়রা।