সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে এসেছে গতি। উন্নত স্বাস্থ্য পরীক্ষার কারণে কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে রাজ্য। ভবিষ্যতের কথা ভেবে তাই সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে গ্রামীণ হাসপাতাল চত্বরে করা হচ্ছে কোভিড হাসপাতাল।
আরও পড়ুন-স্কুলেই ভেষজ উদ্যান, বাগানে প্রজাপতির গেরস্থালি
চলতি বছরেই ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল পেতে চলেছেন ময়নাগুড়ির বাসিন্দারা। মাস কয়েক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ময়নাগুড়িতে আলাদা করে কোভিড হাসপাতাল গড়ে তোলা হবে। তাঁর ঘোষণামতো কোভিড হাসপাতালের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতাল গড়ার অনুমোদনপত্র এবং তার যাবতীয় সরকারি নথি ইতিমধ্যেই ময়নাগুড়িতে এসে গিয়েছে। ময়নাগুড়ি ব্লক তৃণমূল সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, এই হাসপাতাল তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে। পাশাপাশি তিনি বলেন, তাঁদের নেত্রী কথা দিলে কথা রাখেন।