পাউরুটিতে অনেক সময় কম ওজন দিয়ে জনসাধারণকে ঠকাচ্ছেন এমনই অভিযোগ ইদ্রিস আলীর। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া বললেন,এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে মানুষকে ঠকানো যাবে না।
আরও পড়ুন-তিলজলা ট্রাফিক গার্ডের তৎপরতায় মহিলার সঙ্গে কুরুচিকর ব্যবহারের পর পালানোর আগে জালে অভিযুক্ত
আজ ২২শে জুন, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক ইদ্রিস আলী বলেন, ‘পাউরুটি কারখানার কিছু মালিক পাউরুটির ওজন কম দিয়ে মানুষকে ঠকাচ্ছে। তিনি এই ব্যাপারে মাননীয় স্পীকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শ্রী মানস ভুঁইয়ার কাছে আবেদন জানান। সাধারণ মানুষকে এইভাবে ঠকানো যায় না। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পক্ষে।তাই এই ব্যাপারে অবিলম্বে বেকারীতে এবং দোকানে রেড করে দোষীদের শাস্তি দেওয়া হোক।’ বিধায়ক ইদ্রিস আলীর আরো অভিযোগ অনেকে কম ওজন দিচ্ছে এবং অনেকে লেবেলে কম ওজন লিখে রাখছে। অনেকে আবার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছে, এগুলো বেআইনী।
সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ডা: মানস ভুঁইয়া উত্তরে বিধানসভাতে বলেন,এ ব্যাপারে তাড়াতাড়ি পদক্ষেপ নিচ্ছি। কোনভাবেই সাধারণ মানুষকে ঠকানো যাবে না।।