সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা-শ্রমিকদের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে চা বলয়ে এসেছে উন্নয়ন। এবারের শহিদ দিবসে (21st July) তাই হাজির থাকতে চাইছেন চা-শ্রমিকরা। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের (Alipurduar) চা-মহল্লায়। বাগান এলাকায় এখন ব্যস্ততার ছবি। চলছে বৈঠকও। গত দু’বছর কোভিডের কারণে ধর্মতলায় অনুষ্ঠিত হয়নি শহিদ দিবস। এবার ফের একবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় পালিত হবে শহিদ দিবস। আর হাতে মাত্র এক মাস সময়ও নেই। তাই ২১ জুলাই (21st July) সফলভাবে পালন করতে, পুরোদমে ময়দানে নেমে কাজ করছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা। দেওয়াল লিখন থেকে শুরু করে সাংগঠনিক বৈঠক, সবই চলছে জেলা থেকে বুথ স্তর পর্যন্ত। এবার আলিপুরদুয়ার থেকে শহিদ দিবসের বড় চমক থাকবে, এই জেলার চা-বাগানের শ্রমিকদের কলকাতায় উপস্থিতি। তাঁরা স্বতঃস্ফূর্ত ভাবে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যেতে চাইছেন বলে জানালেন জেলা তৃণামূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক। তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী চা-শ্রমিকদের জন্য, চা সুন্দরী, মজুরি বৃদ্ধি, শ্রমিক মহল্লায় পানীয় জল অনেক কিছুই দিয়েছেন। এবং শ্রমিকরা তাতে অনেক খুশি। তাঁরা উপস্থিত হতে চাইছেন শহিদ দিবসে।’’
আরও পড়ুন: চা-শ্রমিকদের জয়ধ্বনি, মন্ত্রীকে অভ্যর্থনা, উন্নয়নই জয় আনবে তৃণমূলের