আগামী দিনে কলকাতাকে যানজট মুক্ত করার লক্ষ্যেই চালু করতে হবে ফিডার পদ্ধতি (Feeder Bus Service)। শনিবার এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিডার পদ্ধতিতে মেট্রোর সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা। নাম দেওয়া হবে ‘ফিডার সিস্টেম’। পরিবহন মন্ত্রী জানান, মেট্রো স্টেশনগুলিতে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মুম্বই-তে এই ধরনের বাস সার্ভিস আছে বলে জানান পরিবহন মন্ত্রী।
আরও পড়ুন: স্বস্তির খবর: ঘাটাল মাস্টারপ্ল্যানে অনুমোদন কেন্দ্রের
বারাকপুর থেকে কামারহাটির ভিতরের এলাকা দিয়ে ‘ফিডার’ সার্ভিস (Feeder Bus Service) থাকবে দক্ষিণেশ্বর পর্যন্ত। ফিরহাদ জানান, ২০৩০-এর মধ্যে শহরের সব বাস যেমন ব্যাটারি চালিত হবে, তেমনই সেগুলিকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়েও দেওয়া হবে।
বিভিন্ন এলাকা থেকে যাত্রীদের সরাসরি মেট্রো স্টেশনের কাছাকাছি আনার জন্যই এই উদ্যোগের কথা ভাবা হয়েছে। তাই সব মেট্রো স্টেশনকে ফিডার পদ্ধতিতে আনা হবে। ফিরহাদ বলেন, আগামী দিনে কলকাতাকে যানজট মুক্ত করার লক্ষ্যেই ফিডার পদ্ধতি চালু করতে হবে। কলকাতায় মাত্র সাত শতাংশ উন্মুক্ত। যেভাবে গাড়ি বাড়ছে, তাতে আগামী দিনে যানজট বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। যানজট কমাতে একাধিক উড়ালপুল করেছে এই সরকার। বিকল্প ভাবনা থেকেই ফিডার পরিষেবার পরিকল্পনা করা হচ্ছে।