লন্ডন : তিনি নিজে আসন্ন উইম্বলডনে মেয়েদের সিঙ্গলস খেতাব জয়ের প্রবল দাবিদার। যদিও ইগা শিয়নটেক (Iga Swiatek- Serena Williams) মজে রয়েছেন সেরেনা উইলিয়ামসনে। কোনও রাখঢাক না করেই ইগা বলছেন, ‘‘সেরেনার মতো কিংবদন্তি উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন। এটা আমার কাছে দারুণ খবর। গতকালই ওঁকে দেখেছি। খুব ইচ্ছে করছিল কাছে গিয়ে ওঁর সঙ্গে কথা বলি। কিন্তু এত মানুষ ওঁকে ঘিরে রেখেছিল যে আমি আর এগোইনি।” ইগা (Iga Swiatek- Serena Williams) আরও যোগ করেছেন, ‘‘আমি সেরেনার ফ্যান। টেনিসের ইতিহাসে ওঁর যা অবদান, তা বলে বোঝানো যাবে না।” মজার মজার, সেরেনা যে বছর (১৯৯৮ সালে) প্রথমবার উইম্বলডন খেলেন, ইগার তখন জন্ম হয়নি! সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন। ইগা যদিও বলছেন, ‘‘আমি নিশ্চিত, সেরেনাকে আমরা ভাল ছন্দে দেখতে পাব।” সদ্য ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ইগা। উইম্বলডনেও তিনি ফেভারিট। যদিও ইগার বক্তব্য, ‘‘ঘাসের কোর্টে খেলা সম্পূর্ণ আলাদা। গতবার চতুর্থ রাউন্ডেই বিদায় নিয়েছিলাম। এবার অবশ্য আমি ভাল ফলের জন্য আত্মবিশ্বাসী। তবে ম্যাচ ধরে ধরে এগোতে চাই।”
আরও পড়ুন: হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি: বজরং