প্রতিবেদন : যেভাবে নারীদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়া হল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গর্ভপাত নিয়ে মার্কিন সর্বোচ্চ আদালত শুক্রবার এক ঐতিহাসিক রায় দিয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তিনি (US President Joe Biden) আরও বলেছেন, আদালতের এই নির্দেশের ফলে দেশ আরও দেড়শো বছর পিছিয়ে গেল। এই নির্দেশের ফলে শুধু গর্ভপাতের অধিকার নয়, সমকামীদের অধিকারও ক্ষুণ্ণ হবে। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই উল্টো কথা বলেছেন। শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেছেন, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট (Supreme Court) সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়েছে। অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই রায় বর্তমান প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ১৯৭৩ সালে রো বনাম ওয়েড মামলার রায় বাতিল করে শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট জানায়, দেশের সংবিধান কাউকে গর্ভপাতের অধিকার দেয়নি। ১৯৭৩ সালে সংবিধানের অপব্যাখ্যা করে ওই রায় দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য চাকরি সংরক্ষণ ভাঁওতাই