প্রয়াত রামবিলাস পাসওয়ানের দিল্লির বাংলো (Bungalow) বরাদ্দ করা হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) জন্য। ২০২০ সালের অক্টোবরে প্রয়াত হওয়ার আগে পর্যন্ত দিল্লিতে ১২ জনপথ রোডের বাড়িতে থাকতেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি নেতা রামবিলাস পাসওয়ান। ২৪ জুলাই শেষ হচ্ছে কোবিন্দের মেয়াদ। তারপরই রামবিলাসের বাংলোয় থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি (Bungalow- Ramnath Kovind)। এর আগে বাংলোটি বরাদ্দ করা হয়েছিল রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্য। যদিও সে সময় বাংলোটিতে রামবিলাস থাকতেন। তাই ওই বাংলোয় যেতে পারেননি রেলমন্ত্রী। মার্চ মাসে রামবিলাসের পরিবারকে নোটিশ পাঠিয়ে বাংলোটি খালি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। যদিও আরও সময় চায় পাসওয়ানের পরিবার। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন: নারীদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়া হল, মন্তব্য বাইডেনের