‘আমাদের ছাত্র পরিষদের প্রাণবন্ত সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি’ টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

শনিবার অর্থাৎ আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। দলের ছাত্র পরিষদের নেতা-কর্মীদের টুইটে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতি ছাত্র প্রতিনিধিদের কার্যক্রম তাঁকে গর্বিত করেছে বলে এদিন টুইটে লিখেছেন মমতা বন্ধ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল পদ্ধতিতে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ”বাংলা সহায়তা কেন্দ্র’’, সুফল পাচ্ছেন রাজ্যবাসী

করোনা আবহে এখন ভার্চুয়াল মাধ্যমেই জনসংযোগের কাজ করছে রাজনৈতিক দলগুলি। ২১ জুলাইয়ের শহিদ সভাও ভার্চুয়ালি করেছে তৃণমূল। দলের ছাত্র প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো টুইটে লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের ছাত্র পরিষদের প্রাণবন্ত সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কৃতিত্ব এবং দলে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত! গণতান্ত্রিক চেতনাকে ভাঙার চেষ্টা করছে যে শক্তি, তার বিরুদ্ধে লড়াই করার জন্য সব শিক্ষার্থীদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসার পর এটাই প্রথম দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এদিন দলের ছাত্র প্রতিনিধিদের নয়া ভাবনার কথা জানাতে পারেন মমতা বন্ধ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল এই বক্তৃতা গোটা রাজ্যে সম্প্রচার করা যায় সেই নিয়ে উদ্যোগী হয়েছে শাসকদল। জেলায়-জেলায় বড়া পর্দায় দলনেত্রীর ভাষণ যাতে শোনা যায় সেই ব্যবস্থা করা হয়েছে।

 

Latest article