প্রতিবেদন : কোভিড-ত্রাস বাধ সেধেছিল রথযাত্রা উৎসবে। গত ২ বছর তাই তেমন কোনও আয়োজনই করতে পারেনি ইসকন। এবারে কিন্তু আবার মহাসমারোহে রথযাত্রার (Iskcon Rath Yatra) উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। শুক্রবার দুপুরে মহাপ্রভুর রথের (Iskcon Rath Yatra) দড়িতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উৎসবে অংশ নিতে আসছেন ১৫০টি দেশের প্রতিনিধিরা। লক্ষণীয়, অঙ্গসজ্জায় এবারে বিশেষ মাত্রা পাচ্ছে ইসকনের রথ। কোটি টাকার রথে শেষ তুলির টানও প্রায় শেষ পর্যায়ে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসিরবাড়ি যাত্রায় প্রস্তুত ৩টি বিশেষভাবে সুসজ্জিত রথ। করোনাবিধি অক্ষরে অক্ষরে পালন করে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলবে মহানগরীর রাজপথ ধরে। হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে পৌঁছবে ৩টি রথ। সেখানেই ৯ জুলাই পর্যন্ত অধিষ্ঠান জগন্নাথ, বলরাম, সুভদ্রার। তাঁদের কেন্দ্র করে ব্রিগেডে বসবে ৮ দিনের মেলা। বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাশেষে ৯ জুলাই উল্টোরথে ইসকনে স্বগৃহে প্রত্যাবর্তন। রথযাত্রার আয়োজনকে ঘিরে এখন ব্যাপক উদ্দীপনা মিন্টো পার্কের ইস্কন মন্দিরে। রথ সাজানোর পাশাপাশি নিয়ম এবং প্রথা মেনে চলছে মহাপ্রভুর ভোগের আয়োজন। উৎসবের দিনগুলিতে সব মিলিয়ে ২০ লক্ষ ভক্ত সমাগম হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। তবে বিশেষ জোর দেওয়া হচ্ছে কোভিড-সুরক্ষার উপরে। স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য জনগণের কাছে আবেদন জানানো হয়েছে ইসকনের পক্ষ থেকে। রথযাত্রায় মহানগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন: ক্ষমতা দখলে পিছনের দরজাই কৌশল বিজেপির