নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ঘোড়া কেনাবেচা ছাড়া রাজনীতিতে কিছুই ভাবতে পারেন না মোদি জমানার বিজেপি নেতারা। এমনটাই অভিযোগ বিরোধীদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) মন্তব্যে এই কটাক্ষই আরও জোরদার। বুধবার ঘোড়দৌড়ের উপর জিএসটি আরোপের বিষয়ে বলতে গিয়ে ‘ভুল করে ভুল কথা’ বলে ফেলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী নির্মলা (Nirmala Sitharaman) ‘হর্স রেসিং’ বলতে গিয়ে বলেছিলেন ‘হর্স ট্রেডিং’। আর তাতেই বেধেছে বিতর্ক। এই মুহূর্তে মহারাষ্ট্রে বিজেপির অপারেশন লোটাসের ধাক্কায় গদিচ্যুত উদ্ধব ঠাকরে। ভেঙে গিয়েছে বিরোধী জোট সরকার। বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার রাজনীতির অভিযোগ যখন জোরদার সে সময় তাতে ইন্ধন জোগালেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রীরা অবশ্য বিষয়টিকে ‘মুখ ফস্কে’ বেরিয়ে গিয়েছে বলে দাবি করেছেন। যদিও ততক্ষণে ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরোধীরা তাঁর মন্তব্যকে হাতিয়ার করে অভিযোগ করেছেন, ঘোড়া কেনাবেচা ছাড়া কোনও কিছুই ভাবতে পারেন না বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেস নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে নির্মলার ভিডিও শেয়ার করে লিখেছে, ‘দেশটাকে সব দিক থেকে শেষ করে দেওয়ার পর পেঁয়াজ-রসুন না খাওয়া মন্ত্রী এখন ঘোড়া কেনাবেচাতেও জিএসটির কথা বলছেন।’ অনেকেই বলছেন, বিজেপি মন্ত্রীর মনের কথাই মুখে চলে এসেছে। কংগ্রেস মুখপাত্র পবন খেরা মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘আমি জানতাম নির্মলাজির অন্য ধরনের চিন্তাভাবনা করার ক্ষমতা আছে। কিন্তু তা যে এতটা, সেটা জানা ছিল না।’ এর আগে মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে বিধায়ক কেনাবেচা করে সরকার ভাঙার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। এই আবহে নির্মলার বক্তব্য নিশ্চিতভাবেই বিতর্ক বাড়িয়েছে। আর নেটিজেনদের মন্তব্য, ঘোড়া কেনাবেচায় জিএসটি চালু হলে ভালই হবে। তাতে সরকারের রোজগার বাড়বে।
আরও পড়ুন: ট্যুইটারকে শেষ সুযোগ কেন্দ্রের