ব্যুরো রিপোর্ট : মণিপুরের ননে জেলার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ধসে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পের সেনা-সহ অন্তত ৫৫ জন নিখোঁজ। ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে আছেন দার্জিলিঙের ৯ জওয়ান। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এখনও নিখোঁজ ৭ জওয়ানের মধ্যে আছেন বসিরহাটের ঘোড়ারাস কুলিন গ্রামের শেখ মহিউদ্দিন আহমেদ। ইজাই নদীর কাছে ধ্বংসস্তূপে তাঁরা চাপা পড়েছেন বলে আশঙ্কা।
আরও পড়ুন-হারানো দিনের স্মরণীয় নায়িকা রাইকমল কাবেরী
ভারতীয় সেনা, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মির পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার হওয়া ১৩ জওয়ানের মধ্যে আছেন নাগরাকাটা খাস বস্তি এলাকার শংকর ছেত্রি। শেখ মহিউদ্দিন আহমেদের (৩২) দেহ উদ্ধার না হওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে। চাকরি সূত্রে গোর্খা রাইফেলে ছিলেন। ছোট ভাই জওয়ান শেখ মিরাজউদ্দিন আহমেদ বলেন, ‘‘কাল সন্ধ্যায় ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়। এগারো মাস আগে ডিউটিতে গিয়েছিল। সকালে খবর আসে ধসে নিখোঁজের কয়েকজনের মৃতদেহ উদ্ধার হলেও ভাইয়ের হয়নি।’’ স্ত্রী রিমানা আসমিনের সঙ্গে বৃহস্পতিবার রাতে কথা হলেও সকাল থেকে ফোন অফ ছিল। পরিবারের আশা, মহিউদ্দিন বেঁচে আছেন। মণিপুরের ধসে নিহত শংকর ছেত্রির (৩০) মরদেহ শনিবার আসছে নাগরাকাটায়। বাড়িতে শোকবিহ্বল স্ত্রী পুনম, ৫ বছরের কন্যা। স্ত্রী বলেন, ‘‘চার মাস আগে বদলি হয়ে মণিপুরে গিয়েছিল। এমনটা হবে ভাবিনি।’’