সংবাদদাতা, মালদহ : রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে উল্টে গেল স্কুল বাস (School Bus Accident in Maldah)। আহত হয়েছে ১৫ জন পড়ুয়া। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুরে মানিকচক রাজ্য সড়কে। স্কুলছুটির পর ৭১ জন পড়ুয়া নিয়ে বাসটি ফিরছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি (School Bus Accident in Maldah) পাশের নয়ানজুলিতে পড়ে গিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকার্যে নেমে আহত পড়ুয়াদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত ১৫ পড়ুয়ার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনের মাথায় গুরুতর চোট লেগেছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। বর্তমানে আহতরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদহের কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলছুটির পর বাসে চেপে বাড়ি ফিরছিল। বাসটি মন্থর গতিতেই চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হঠাৎ বাসের সামনে নাকি দুটি শিশু এসে পড়ে। তাদের বাঁচাতে গিয়ে ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে মালদহ মানিকচক রাজ্য সড়কে লক্ষ্মীপুরে উল্টে যায়। এই ঘটনা চাউর হতেই উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় জমান অভিভাবকেরা। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তারই তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন: বারাবনিতে নতুন কয়লা খনি গড়ে তুলবে রাজ্য