বার্মিংহাম : বৃষ্টিতে খেলা তখন বন্ধ। এজবাস্টনের বক্সে দেখা মিলল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জিওফ্রে বয়কটের। দুই কিংবদন্তির দেখা হওয়া মানেই পুরনো স্মৃতিতে ডুব দেওয়া। সৌরভ নিয়ে বয়কটের সেই বিশেষণ ‘প্রিন্স অফ ক্যালকাটা’ মিথ হয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। দু’জনের প্রতি সেই আবেগ দেখা গেল শনিবার এজবাস্টনেও।
আরও পড়ুন-তেজো মহালয় বলে কিছু নেই, সাফ জানাল পুরাতত্ত্ব সর্বেক্ষণ, আরটিআই করেন তৃণমূল নেতা সাকেত গোখেল
নিজের বই ‘বিইং জিওফ্রে বয়কট’ তুলে দিলেন সৌরভের হাতে। যা হাতে পেয়ে আপ্লুত বিসিসিআই প্রেসিডেন্ট। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। তবে এখন ভাল আছেন বয়কট। ইংল্যান্ডে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে থেকেই সৌরভ এজবাস্টনের মাঠে আসছেন খেলা দেখতে। ৮ জুলাই নিজের ৫০তম জন্মদিন ইংল্যান্ডেই পালন করবেন বোর্ড প্রেসিডেন্ট।