বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ভোটে। তবে পরবর্তীকালে বিজেপি শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।
আরও পড়ুন-টেলি মেডিসিনে শুরু ব্রেন স্ট্রোকের চিকিৎসা
পিএসি চেয়ারম্যান পদে সাধারণত বসেন বিরোধী দলের কোনও ব্যক্তি। মুকুল রায়ের ইস্তফার পরে এই পদে বসানো হল কৃষ্ণ কল্যাণীকে। মুকুল রায় ইস্তফা দেওয়ার পরেই পিএসি চেয়ারম্যান পদের জন্য নাম প্রস্তাব করা হয়েছিল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। সোমবার সেই পদে আনুষ্ঠানিক ভাবে বসলেন রায়গঞ্জের বিধায়ক। আর এতে বেশ বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির।