নয়াদিল্লি : মোদি জমানায় ২০১৯ সাল থেকে সংসদে পেশ করা হয়নি জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক রিপোর্ট। এদিকে, এই সময়েই সামনে এসেছে অন্য একটি রিপোর্ট। একাধিক প্রতিষ্ঠান এবং ৪০০ জন গবেষক ভারতে মানবধিকার লঙ্ঘনের একটি রিপোর্ট প্রস্তুত করেছেন। তাতে দেখা গিয়েছে, ২০২০-’২১ এর তুলনায় ২০২১-’২২ সালে দেশে মানবধিকার লঙ্ঘন বৃদ্ধি পেয়েছে ৩৭ শতাংশ।
আরও পড়ুন-ব্যতিক্রমী! করোনাকালে না পড়ানোয় বেতনের ২৪ লাখই ফেরালেন অধ্যাপক
সংসদে মানবাধিকার কমিশনের রিপোর্ট পেশ না করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গত মার্চে রাজ্যসভায় সাফাই দেন, তাঁদের করা বিভিন্ন সুপারিশ নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের মন্তব্য বা মতামত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে জাতীয় মানবধিকার কমিশন। সেই কারণেই এখনও রিপোর্ট প্রকাশ করা হয়নি। গত শীতকালীন অধিবেশনে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানায়, ২০২১-এর ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৬৪ হাজার ১৭০টি মানবধিকার লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ২৪ হাজার ২৪২টি অর্থাৎ ৩৭.৭ শতাংশ অভিযোগই এসেছে বিজেপির ডবল ইঞ্জিন এবং যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ থেকে।