শিলিগুড়ি: ‘অসমে রেড কার্পেটে দিদিকে স্বাগত’, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্যের কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। জানাল, অসম এবং ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে প্রবল প্রতিপক্ষ হিসাবে উঠে আসতে দেখে আতঙ্কে এসব কথা বলছেন হিমন্ত। তিনি বুঝতে পারছেন, অসমেও তাঁদের দিন ফুরিয়ে আসছে। পার্টির সক্রিয় কর্মী ও প্রাক্তন বিধায়কের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার শিলিগুড়ির লেকটাউনে আসেন হিমন্ত। সেখানেই মন্তব্য করেন, ‘দিদির যা ভোটব্যাঙ্ক তাতে দিদি অসমে এলে কংগ্রেসের ভোটই ভাগাভাগী হবে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই ত্রিপুরা-আসাম যাবেন বিজেপির জন্য সেটি লাভের সঙ্কেত।’
আরও পড়ুন-অসমে সুস্মিতার হাত ধরে ৬০০ জন তৃণমূল কংগ্রেসে
হিমন্তর সঙ্গে আসামের বিজেপি রাজ্য সভাপতি ও দলের অন্য কর্মীরাও ছিলেন। হিমন্তর মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে, ভয় পেয়ে গিয়ে হিমন্ত এমন উল্টোপাল্টা বকছেন। একদিকে ত্রিপুরায় বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের ওপর হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। ওরা বুঝে ফেলেছে যে, ওদের ক্ষমতায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। উনি যে ভোটভাগের কথা বলছেন, সেই ভোট ভাগাভাগির কোনো প্রশ্নই নেই। আসাম ও ত্রিপুরায় ভোট ভাগাভাগি নয়, লড়াই সরাসরি হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে কীভাবে শিক্ষা দেওয়া যায়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তা দেখিয়ে দিয়েছে। উনি যে অঙ্কের কথা বলছেন, সেই অঙ্ক তাই কোনওদিনই মিলবে না।