গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবের উপর হামলা চালানো হয়। তাঁর বক্তৃতার সময় গুলির শব্দ শোনা গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। শিনজোকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: বিজেপি কি ওয়াশিং মেশিন ! দুর্নীতিবাজদের গ্রেফতারি চাই
সংবাদ সংস্থা সূত্রের খবর, নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। জাপানের সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজো আবের শরীর থেকে রক্তপাত হচ্ছিল বলে খবর। রিপোর্ট অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা খুবই গুরুতর। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শিনজো (Shinzo Abe) গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেন, “আমার প্রিয় বন্ধু শিনজো আবের উপর হামলায় গভীরভাবে ব্যথিত।”