জম্মু ও কাশ্মীরের কালীমাতা ও অমরনাথের (Amarnath Cloudburst) গুহা মন্দিরের মাঝে আচমকাই শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: বৃষ্টির জলে ডুবল স্কুল বাস!
পহেলগাঁওয়ের জয়েন্ট পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, ইতিমধ্যেই পুণ্যার্থীদের উদ্ধারে নেমে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি। এখন আপাতত থেমেছে বৃষ্টি। তবে উপরিভাগে প্রবল বৃষ্টির কারণে অমরনাথ গুহা জলে ভরে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথ (Amarnath Cloudburst) গুহা সংলগ্ন একাধিক জায়গার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।