শেষ মুহূর্তে দল গড়তে নেমে হিমশিম অবস্থা ইস্টবেঙ্গলের। বিদেশি ফুটবলার নির্বাচন নিজে দেখছেন কোচ রবি ফাওলার। কিন্তু ভারতীয় ফুটবলার রিক্রুট করতে গিয়েই রীতিমতো কালঘাম ছুটছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। শনিবার ১০ জন ফুটবলারকে চুক্তিপত্র পাঠানো হয়েছিল। রবিবার সন্ধে পর্যন্ত দু’জন ফুটবলারকে সই করাতে পেরেছে তারা।
আরও পড়ুন-লর্ডসে জেতা মানে সব ম্যাচ জয়ের গ্যারান্টি নয় : বিরাট
সূত্রের খবর, এফসি গোয়া থেকে লোনে এসসি ইস্টবেঙ্গলে সই করলেন মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়াম। ২০২৩ পর্যন্ত গোয়ার সঙ্গে চুক্তি ছিল মণিপুরী মিডিফল্ডারের। তাঁকে লোনে ছাড়তে রাজি হয়েছে গোয়ার ফ্র্যাঞ্চাইজি। একজন ডিফেন্ডারকেও নিশ্চিত করতে পেরেছে লাল-হলুদ। তিনি গোয়ারই সেরিনিও ফার্নান্ডেজ। গোলকিপার নভীন কুমারের সঙ্গেও চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। তবে রোমারিওকে এফসি গোয়া ছাড়ছে না।
আরও পড়ুন-দুই প্রধানকে ছাড়া কলকাতা লিগ, কড়া মনোভাব নিচ্ছে আইএফএ
অন্যদিকে, এটিকে মোহনবাগান একজন ভাল ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে রয়েছে। ট্রায়াল দিচ্ছিলেন যে দুই ফুটবলার তাঁদের পছন্দ হয়নি কোচ হাবাসের। এদিনই আবার গোয়ার অনুশীলনের মাঠ চূড়ান্ত করল এফএসডিএল। এটিকে মোহনবাগান প্র্যাকটিস করবে বেনাউলিমে। ইস্টবেঙ্গল গতবারের মতো অনুশীলন করবে ফাতোরদার ডন বস্কো মাঠে।