প্রতিবেদন: মোদি সরকারের ফের নোংরা রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুরু হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প। রেলমন্ত্রী থাকাকালীন ওই প্রকল্পের অর্থ বরাদ্দের ছাড়পত্র দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনবার শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) প্রকল্পের উদ্বোধন পিছিয়েও দেওয়া হয়েছিল। আর যেদিন মুখ্যমন্ত্রী শহরে থাকছেন না সেদিনই শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধন হচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে আড়াল করতেই শিয়ালদহ মেট্রোর (Sealdah Metro) উদ্বোধনে ব্রাত্য রাখা হল বাংলার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রীকে। রীতিমতো পরিকল্পনা করেই এই ঘৃণ্য কাজ করল কেন্দ্রের মোদি সরকার। বেছে বেছে এমন একটা দিনকে মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল যেদিন শহরে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার বলেন, গোটাটাই ইচ্ছাকৃত ও পরিকল্পনামাফিক করা হয়েছে। ওই সময় মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকবেন। সেই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। তা জেনেই সোমবার ১১ জুলাই মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন হতে চলেছে। অথচ দেশের প্রাক্তন রেলমন্ত্রী হিসেবে এই প্রকল্প রূপায়ণে সবচেয়ে অগ্রণী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তৎপরতায় চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো। রেলমন্ত্রী হিসেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে তাঁর অবদান অস্বীকার করা যাবে না। কিন্তু শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে তিনিই বাদ। এর আগে তিন-তিনবার ডেডলাইন ফেল করার পর শনিবারই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মেলার পর আগামী ১১ জুলাই সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। তবে সোমবার উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা ওইদিন থেকে শুরু হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, বৃহস্পতিবার, ১৪ জুলাই থেকে পুরোদমে যাত্রী পরিষেবা শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে। ফলে আগামী সপ্তাহ থেকেই নিত্যযাত্রীরা শিয়ালদহ থেকে ফুলবাগান, সল্টলেক হয়ে সেক্টর ফাইভ পৌঁছে যাবেন মেট্রোতেই। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল শহরবাসী। ন্যূনতম ভাড়া ১০ টাকা।
আরও পড়ুন: শিনজো হত্যাকাণ্ডে বাড়ছে রহস্য