আবার সোমবার উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর মঙ্গলবার, GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে । সোমবার সকালেই রওনা হচ্ছেন তিনি।
GTA নির্বাচনে জয়ী হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই কলকাতা এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। নির্বাচনে ফল প্রকাশের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেন মমতা। মূলত GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানকে লক্ষ্য করেই তিনি পাহাড়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন-ঈদ উল আযহা উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
বারবার বাংলা ভাগের বিরুদ্ধে সরব মমতা। উত্তরবঙ্গেন উন্নয়নে বিভিন্ন প্রক্লপ চালু করেছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করে অনীতও জানান, দার্জিলিং বাংলারই অংশ। রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ই উন্নয়নের কাজ চলবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ- তে নেই। এগুলো করতে হবে। এবার GTA র শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি পাহাড়ের রাজনীতিতেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।