তথ্য গোপন এবং আদালত অবমাননার জেরে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার (Vijay Mallya) সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সোমবার তাকে নগদ ২ হাজার টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত, রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ।
দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, জরিমানার অঙ্ক সময়মত জমা দিলে আরও দু’মাস অতিরিক্ত সাজা ভোগ করতে হবে বিজয় মালিয়াকে (Vijay Mallya)। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোর্টের আদেশ লঙ্ঘন করে তার সন্তানদের কাছে প্রায় ৪০ মিলিয়ন ডলারের বিপুল অর্থ পাঠিয়েছেন মালিয়া।
আরও পড়ুন: করোনাকালে সরকারি হাসপাতালে সিসিইউ বেড়েছে ১০০%
গত ফেব্রুয়ারি মাসে সলিসিটর জেনারেল তুষার মেহতা দেশের সর্বোচ্চ আদালতে জানান, ঋণখেলাপি মামলায় অভিযুক্ত- পলাতক বিজয় মালিয়া, নীরব মোদি এবং মেহুল চোকসির কাছ থেকে মোট ১৮ হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯০০০ কোটির টাকার বেশি ঋণখেলাপির অভিযোগ রয়েছে।