প্রতিবেদন: প্রাকৃতিক দুর্যোগের পর অমরনাথ যাত্রা (Amarnath Yatra) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের হাই সিকিউরিটি অ্যালার্টের মধ্যেই গত মাসের ৩০ জুন থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। শুক্রবার যাত্রাপথ এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে বড় বিপর্যয় ঘটে। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এখনও নিখোঁজ অনেকে। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা৷ তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এদিন সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপির জওয়ানারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও বেস ক্যাম্পে বহু পুণ্যার্থী আটকে রয়েছেন। উদ্ধারকারী দল এদিন বেশ কয়েকজন জখম পুণ্যার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আরও পড়ুন: আদিবাসীদের জঙ্গলের অধিকার কাড়ছে কেন্দ্র
এদিকে অমরনাথের (Amarnath Yatra) বিপর্যয় নিয়ে সরকারের তরফে সব তথ্য দেশবাসীকে জানানো উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তদন্তের দাবি জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। প্রাকৃতিক বিপর্যয়ের পরই শুক্রবার রাত থেকে স্থগিত অমরনাথ যাত্রা৷ সিআরপিএফ জানিয়েছে, দু’-একদিনের মধ্যে যাত্রা শুরু হবে৷ শনিবার সারারাত চলে উদ্ধারকাজ৷ বড় মাপের অভিযানে নামে সেনাবাহিনী৷ চারটি চিতল এবং এমআই-১৭ভি৫ হেলিকপ্টার করে আহত তীর্থযাত্রীদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে৷ তবে পুণ্যার্থীরা অনেকেই উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।