পথনাটিকাতেও ভয় পাচ্ছে বিজেপি!

Must read

প্রতিবেদন : গ্রামেগঞ্জে বহুরূপী সেজে সমাজ সচেতনতামূলক প্রচারের রেওয়াজ বহুদিনের। স্থানীয় লোকশিল্পীরা এধরনের প্রচার করে জীবিকা নির্বাহ করেন। আর এখানেও সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে নির্বোধ বিজেপি (BJP)। ধর্মীয় অনুভূতি আহত হওয়ার ছুতো করে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনকে হয়রান করা হচ্ছে। যেমন ঘটল বিজেপি শাসিত অসমে। বহুরূপী বেশে শিব-পার্বতী সেজে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতেই শিল্পীরা গেরুয়া দলের (BJP) বিষনজরে পড়েন। শিববেশে যে শিল্পী সচেতনতামূলক প্রচার করছিলেন তাঁকে গ্রেফতার করা হয়। এক নিরীহ লোকশিল্পীকে অকারণ সাম্প্রদায়িক অভিযোগ তুলে হেনস্তা করে অসমের পুলিশ-প্রশাসন। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বিজেপির সাঙ্গোপাঙ্গরা গোটা ঘটনাকে সাম্প্রদায়িক রং দিতে তৎপর। তাদের অভিযোগ, শিব-পার্বতী সেজে বহুরূপী লোকশিল্পীরা মোদি জমানায় জ্বালানির দামবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে পথনাটিকা করায় তাদের ধর্মীয় অনুভূতিতে নাকি আঘাত লেগেছে! অভিযোগের প্রেক্ষিতে রবিবার শিল্পী বিরিঞ্চি বোরাকে আটক করে নগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করে তাঁকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেয় পুলিশ।

আরও পড়ুন: আদিবাসীদের জঙ্গলের অধিকার কাড়ছে কেন্দ্র

Latest article