সংবাদদাতা, দিঘা : দিঘায় আসা পর্যটকদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য পর্যটন নিগম এবং তথ্য-সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে পর্যটকদের বিনোদনের জন্য শুরু হয়েছে নতুন উদ্যোগ। ৯ জুলাই থেকে দিঘার দীঘালী-১ (দিঘা ট্যুরিস্ট লজ) ও দীঘালী-২ (লারিকা হলিডে ইন) ট্যুরিজিম প্রপার্টিতে ভ্রমণার্থীদের বিনোদনের জন্য সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
আরও পড়ুন-রাজ্য প্রশাসনের উদ্যোগে ফিরল বর্ষার দেহ, বাড়ি গেলেন অধ্যক্ষ
থাকছে বাউল, পুতুলনাচ, কাঠিনাচ, রায়বেঁশে ইত্যাদি লোকআঙ্গিকের ওপর বিভিন্ন পরিবেশনা। প্রতি শনি ও রবিবার অনুষ্ঠান শুরু হবে সন্ধে সাড়ে ছ’টায়। পর্যটকেরা বিনামূল্যে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। প্রথম দিন থেকেই সাড়া পড়ে গিয়েছে পর্যটন কেন্দ্র দিঘায়। হালকা বৃষ্টির আবহাওয়াকে উপেক্ষা করে ভালই ভিড় হচ্ছে।