প্রতিবেদন : চম্বল নদীতে স্নান করতে নেমে সাঁতার কাটতে কাটতে গভীর জলে চলে গিয়েছিল বছর দশেকের শিশু অন্তর সিং। মাঝ নদীতে একটি বড় কুমির তাকে তাড়া করে। শিশুটি প্রাণপণে সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করলেও কুমির তাকে গিলে ফেলে। তবে গ্রামবাসীরা দেখতে পেয়ে কুমিরটিকে দড়ি ও জালের সাহায্যে ধরে ফেলে। কুমিরটিকে ধরার পর শুরু হয় লাঠিপেটা। তার মুখে ঢুকিয়ে দেওয়া হয় বাঁশের টুকরো। শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা কুমিরের পেট চিরে শিশুটিকে উদ্ধারের দাবি জানায়।
আরও পড়ুন-জামিন বিধি সরল হোক
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর এলাকার রঘুনাথপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন দফতরের কর্মীরা উত্তেজিত জনতার হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করে। অন্যদিকে শিশুটির পরিবার দাবি করে, কুমিরের পেট চিরে শিশুটিকে উদ্ধার করতে হবে। শিশুটি কুমিরের পেটে জীবিত আছে। শিশুটির পরিবার ও গ্রামবাসীদের এই দাবিকে কেন্দ্র করে তৈরি হয় তীব্র উত্তেজনা। স্থানীয় থানার পুলিশ আধিকারিক রঘুবীর সিং ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। শেষ পর্যন্ত বন দফতরের কর্মীরা বুঝিয়ে-সুজিয়ে গ্রামবাসীদের হাত থেকে কুমিরটিকে উদ্ধার করেন। সেটিকে জলে ছাড়া হয়৷