সংবাদদাতা, মালদহ : দুয়ারে শংসাপত্র প্রকল্প চালু হল চাঁচলে। শারীরিক প্রতিবন্ধকতার জেরে যে সমস্ত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা ব্লকভিত্তিক শনাক্তকরণ শিবিরে আসতে পারেন না তাঁদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা চালু করেছে মালদহ জেলা প্রশাসন। শংসাপত্র ও মানবিকতার আবেদনপত্র দেওয়ার পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে প্রতিবন্ধী শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। জেলাশাসকের নির্দেশে মালদহের চাঁচলে কালিগ্রাম মতিয়ারপুর সহ বেশ কিছু এলাকায় বিডিওর নেতৃত্বে পৌঁছে যায় মেডিক্যাল টিম।
আরও পড়ুন-ঢেলে সাজানো হচ্ছে তন্তুজকে
কলি গ্রাম এলাকার এক প্রতিবন্ধী শিশুর বাড়িতে যায় মেডিক্যাল টিম। সেখানে প্রথমে ফর্ম পূরণের পাশাপাশি চিকিৎসক দিয়ে শনাক্তকরণ তারপর হাতে শংসাপত্র তুলে দেন। ৬ জুলাই থেকে জেলা জুড়ে শুরু হয়েছে দুয়ারে মেডিক্যাল বোর্ড। মালদহ জেলাশাসকের নির্দেশে বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র ও মানবিক ভাতার ব্যবস্থা করতে এই সুবিধা। চাঁচল ১ নং ব্লকের বেশ কয়েকটি প্রতিবন্ধী শিশুর দুয়ারে বসে এই মেডিক্যাল বোর্ড। প্রশাসন সূত্রের দাবি, এই ব্যবস্থায় সংশ্লিষ্ট বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ শংসাপত্র পেলে তাঁর মানবিক ভাতা দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নিতে পারবে প্রশাসন।