পাহাড়ে গিয়ে সেখানে পথে ঘুরে জনসংযোগ চিরকালই খুব পছন্দের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর(Mamata Banerjee)। চারদিনের পাহাড় সফরে এবারও তার ব্যাতিক্রম হল না। মঙ্গলবার নিজের হাতে ফুচকা বানিয়ে খাইয়েছেন শিশুদের। বুধবার, শিশুদের কোলে তুলে হাতে তুলে দিয়েছেন চকোলেট। বৃহস্পতিবার, দার্জিলিঙের (Darjeeling) পাহাড়ি অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। পথের ধারের দোকানে নিজের দায়িত্ব নিয়ে বানালেন মোমো (Momo)।
আরও পড়ুন-শিয়ালদহ মেট্রো স্টেশনে শুরু যাত্রী পরিষেবা, সকাল থেকেই ভিড়
এদিন সকালে সিংমারির দিকে হাঁটেন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটেন তিনি। নিজের মোবাইল ফোনে বন্দি করে পাহাড়ের নৈসর্গিক সৌন্দয্য। আচমকা রাস্তার ধারের একটি মোমোর দোকানে ঢুকে পড়েন মমতা। সেখানে মোমো বানাতে বসে যান। নিজের হাতে বানান বেশ কয়েকটি মোমো।
আরও পড়ুন-শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট কি সাজিথ?
দার্জিলিঙে পথে ধারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে একটি গাছ কেনেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতা ফিরছেন তিনি।
গত কয়েক দিনে পাহাড় সফরে বারবার অন্য মেজাজে ধরা দিয়েছেন মমতা। তবে এই প্রথম নয়, এর আগেও এমন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা। পাহাড়ে এর আগেও মোমো বানাতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকে এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া ক্ষমতাই তাঁকে বাংলার মেয়ে হিসেবে আমজনতার আপন করেছে।