নয়াদিল্লি : দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, নিজের ক্ষমতা এবং দক্ষতার ওপর আস্থা হারিয়ে এবার গ্রহদের ডেকে আনছেন অর্থমন্ত্রী। গত ১২ জুলাই ট্যুইটারে প্লুটো, বৃহস্পতি এবং ইউরেনাসের ছবি পোস্ট করেন নির্মলা সীতারামন। সে প্রসঙ্গ তুলে ধরেই এদিন ট্যুইটারে সমালোচনায় সরব হন পি চিদম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রী লেখেন, যেদিন মুদ্রাস্ফীতির হার ৭.০১ শতাংশ এবং বেকারত্বের হার ৭.৮ শতাংশ, সেদিন অর্থমন্ত্রী বৃহস্পতি, প্লুটো এবং ইউরেনাসের ছবি পোস্ট করায় আমরা অবাক হইনি। তাঁর নিজের এবং অর্থনৈতিক উপদেষ্টার দক্ষতার ওপর আস্থা হারিয়ে অর্থনীতির পুনরুদ্ধার করতে এখন গ্রহের উপর ভরসা করছেন অর্থমন্ত্রী। এবার তাঁর একজন চিফ ইকোনমিক অ্যাস্ট্রোলজার নিয়োগ করা উচিত। সেটাই হবে উচিত কাজ।
আরও পড়ুন-দৌড়ে এগিয়ে ঋষি সুনক
বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ট্যুইটারে লেখেন, রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান দফতরের তথ্য প্রকাশিত হয়েছে। ভারতের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সেই রিপোর্ট তৈরি করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের পূর্বাভাস, ২০২০-২২ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ঋণাত্মক।
অর্থনীতিবিদ কৌশিক ট্যুইটারে লিখেছেন, বিশ্বব্যাঙ্কের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতের অর্থনীতি দোদুল্যমান অবস্থায়। ২০২০-২২ সালে বার্ষিক বৃদ্ধির হার ০.৮ শতাংশ। চিন, ভিয়েতনাম, বাংলাদেশের থেকেও এই হার কম। ভারতের অনেক শক্তি বা সম্পদ রয়েছে। ভুল বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।