প্রতিবেদন : ফের বিদেশের মাটিতে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করল একদল দুষ্কৃতী। অস্ট্রেলিয়ার পর এবার ভাঙচুর হল কানাডায়। সে দেশের রিচমন্ড হিলে ঘটনাটি ঘটেছে। কানাডার ভারতীয় দূতাবাস ট্যুইট করে খবরটি জানিয়েছে। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। ভাঙা গান্ধীমূর্তির ছবিও পোস্ট করা হয়েছে। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ ট্যুইট করে বলেছে, রিচমন্ড হিলে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনায় আমরা মর্মাহত। এটা এক অপরাধমূলক কাজ। এই ঘৃণ্য কাজ কানাডার ভারতীয় বংশোদ্ভূতদের ভাবাবেগে গভীরভাবে আঘাত করেছে। কানাডা সরকারের কাছে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে দূতাবাসের তরফে। ভারতীয় বিদেশমন্ত্রকও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
আরও পড়ুন-দেশের অর্থনীতিতে গ্রহের ফের, খোঁচা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রিচমন্ড হিলে একটি বিষ্ণু মন্দির রয়েছে। সেই মন্দিরের পাশেই একটি গান্ধীমূর্তি ছিল। আচমকা হামলা চালিয়ে সেই মূর্তিটিই ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি একাধিক আপত্তিকর কথা লেখা হয়েছে ওই মূর্তির গায়ে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কানাডা পুলিশ।