ভারতকে বিশেষ আইনি ছাড় দিল মার্কিন সংসদ। ভারত রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে। কিন্তু আমেরিকার ক্যাটসা আইন অনুযায়ী যদি কোনও দেশ নিরাপত্তার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়ার কাছ থেকে কেনে তাহলে সেই দেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়ে থাকে।
আরও পড়ুন-পদত্যাগ দ্রাঘির
কিন্তু এক্ষেত্রে ভারতের নিরাপত্তার কথা ভেবে আমেরিকার সংসদ আইন সংশোধন করে নয়াদিল্লিকে এই ছাড় দিয়েছে। মার্কিন পার্লামেন্টের ভারতীয় বংশোদ্ভূত সাংসদ রো খান্না আইন সংশোধনের প্রস্তাব আনেন। তিনি বলেন, চিনের আগ্রাসন ঠেকাতে ভারতের পাশে থাকা উচিত আমেরিকার। খান্নার ওই প্রস্তাব মেনে এবং ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে শেষ পর্যন্ত আইন সংশোধনের পথে হাঁটল জো বাইডেন সরকার।